হোম আমাদের সম্পর্কে জেলা বিচার বিভাগের ইতিহাস
টাঙ্গন, শুক ও সেনুয়া বিধৌত এই জনপদের একটি ঠাকুর পরিবারের উদ্যোগে বৃটিশ শাসনামলে বর্তমান পৌরসভার কাছাকাছি কোন স্থানে একটি থানা স্থাপিত হয়। এই পরিবারের নাম অনুসারে থানাটির নামকরণ করা হয় ঠাকুরগাঁও থানা। ১৭৯৩ খ্রিস্টাব্দে ঠাকুরগাঁও অবিভক্ত দিনাজপুর জেলার একটি থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৮৬০ খ্রিস্টাব্দে এটি মহকুমা হিসেবে ঘোষিত হয়। ১৯৪৭ খ্রিস্টাব্দে ১০ টি থানার মহকুমা হিসেবে ঠাকুরগাঁও নতুনভাবে যাত্রা শুরু করে। ১৯৮১ খ্রিস্টাব্দে আটোয়ারী, পঞ্চগড়, তেতুলিয়া, বোদা ও দেবীগঞ্জ নিয়ে পঞ্চগড় নামে আলাদা মহকুমা গঠিত হলে ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈল, পীরগঞ্জ এই ৫ টি থানা ঠাকুরগাঁও মহকুমায় বিদ্যমান থাকে। ১৯৮৪ খ্রিস্টাব্দের ১ লা ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলায় উন্নীত হয়। বর্তমানে ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈল, পীরগঞ্জ এই ৫ টি উপজেলা নিয়ে জেলাটি গঠিত। এই জেলায় ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈল, পীরগঞ্জ, ভুল্লী ও রুহিয়া সহ মোট ০৭ টি থানা রয়েছে। খাদ্যশস্য গমের অধিক ফলনের কারণে ঠাকুরগাঁওকে “বাংলাদেশের রুটির ঝুড়ি” বলা হয়।
১৯৮৪ খ্রিস্টাব্দের ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলা হিসেবে যাত্রা শুরু করে এবং ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা লাভ করে। জনাব আব্দুল মজিদ ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের প্রথম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন । বিচারপতি জনাব মোঃ আবদুল মতিন, বিচারপতি জনাব সৌমেন্দ্র সরকার ও বিচারপতি জনাব আবদুস সালাম ঠাকুরগাঁও জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন । ১টি জেলা ও দায়রা জজ আদালত, ১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ১টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ১টি সিনিয়র সহকারী জজ আদালত ও ৫টি সহকারী জজ আদালত নিয়ে ঠাকুরগাঁও জেলা জজশীপ গঠিত। ১টি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ১টি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ৩টি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ৪টি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নিয়ে ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি গঠিত। এছাড়া আর্থিকভাবে অসচ্ছল ,সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানের জন্য রয়েছে জেলা লিগ্যাল এইড অফিস। মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে অত্র জেলায় কর্মরত বিজ্ঞ বিচারকগণ বিচারপ্রার্থী জনগণকে দ্রুতসময়ে ন্যায়বিচার প্রদানে সচেষ্ট রয়েছেন।
১৯২৬ খ্রিস্টাব্দে ঠাকুরগাঁও জ়েলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ঠাকুরগাঁও জ়েলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ২১৮ জন। ঠাকুরগাঁও জ়েলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী জনাব মোঃ নজরুল ইসলাম তালুকদার বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে কর্মরত আছেন। বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্কের কারণে ঠাকুরগাঁও বিচার বিভাগের কর্মপরিবেশ অত্যন্ত প্রশংসনীয়।
আদালতে আগত বিচারপ্রার্থীদের সুবিধার্থে আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বিশ্রামাগার 'ন্যায়কুঞ্জ'।অবাধ তথ্য প্রদানের জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। জেলা কারাগার থেকে আগত হাজতিদের অবস্থান কক্ষে পাঠাগারের ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাদের দুগ্ধদানের জন্য স্থাপন করা হয়েছে আলাদা ব্রেস্ট ফিডিং কর্নার।
অনলাইন কজলিস্ট সিস্টেম পুরো বিচার ব্যবস্থায় যোগ করেছে এক অনন্য মাত্রা। এখন ঘরে বসেই অনলাইন কজলিস্টের মাধ্যমে সকল আদালতের মামলার পরবর্তী ধার্য তারিখ ও মামলার আদেশ খুব সহজেই জানা যায়।